পিঠ ব্যথা কেন হয়?

প্রত্যেকেরই কোনো না কোনো সময় পিঠে ব্যথা হয়। কখনো কখনো এ ব্যথা ভীতিকর হতে পারে। তবে ব্যথা তীব্র হলেও, এটি সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে এমনিতেই চলে যায়। এক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

যেসব কারণে হতে পারে পিঠে ব্যথা

১. মূত্রাশয় বা অন্ত্র নিয়ন্ত্রণে সমস্যা হলে (প্রসাব আটকে গেলে বা প্রস্রাবের চাপ আসলে ধরে রাখতে সমস্যা হলে)।
২. অতিরিক্ত শরীরের ওজন আপনার পিঠকে অতিরিক্ত চাপে রাখে আর এ জন্য আপনার পিঠে ব্যথা হতে পারে।
৩. নিয়মিত স্টেরয়েড জাতীয় ওষুধ, যেমন: করটান ও ডেলটাসন সেবন করলে। 
৪. কারো এমন রোগ থাকলে ডায়াবেটিস বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে।
৫. ক্যান্সার বা অস্টিওপরোসিসের ইতিহাস থাকলে।
৬. উভয় পায়ে অসাড়তা, কাতরতা বা দুর্বলতা।

যখন চিকিৎসা নেওয়া জরুরি

১. পিঠের ব্যথা এতটাই তীব্র যে, আপনি সাধারণ কাজগুলোও করতে পারছেন না।
২. ব্যথা চার সপ্তাহের মধ্যে স্বাভাবিকভাবে ভালো না হলে।
৩. ব্যথার কারণে জ্বর উঠলে। 
৪. সকালে ঘুম থেকে উঠার পর যদি আপনার পিঠে ব্যথার তীব্রতা বেশি থাকে। 
৫. ব্যথা যদি দুই পায়ে ছড়িয়ে পড়ে, বিশেষ করে যদি হাঁটুর নিচ পর্যন্ত প্রসারিত হয়।
৬. পায়ে দুর্বলতা এবং অবশ অবশ অনুভব করা।
৭. যদি অস্বাভাবিকভাবে ওজন কমতে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top